
সর্বশেষ জরিপে জনপ্রিয়তা ও তৃণমূল পর্যায়ে ভোটের হিসাবে যারা মনোনয়ন লাভের দৌড়ে এগিয়ে আছেন,তারা হচ্ছেনঃ
সুনামগঞ্জ -১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসন রতন। এই আসনে বিভিন্ন কারণে প্রার্থী পরিবর্তন হতে পারে। এমপি রতন মনোনয়ন না পেলে বিকল্প প্রার্থী হিসাবে নারী নেত্রী, হাওর কন্যা শামীমা শাহরিয়ার , রঞ্জিত সরকার ,সৈয়দ রফিকুল ইসলাম মনোনয়ন পাবেন বলে জানাগেছে।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) প্রয়াত সাংসদ বাবু সুরঞ্জিত সেন গুপ্তে’র সহধর্মিণী ডঃ জয়া সেন গুপ্তের উপরই আস্থা রেখেছেন আওয়ামীলীগ সভানেত্রী ।
সুনামগঞ্জ -৩ (জনন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে সফল মন্ত্রী এম এ মান্নানের মনোনয়ন প্রায় চুড়ান্ত।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশম্বরপুর) আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ মনোনয়ন পাচ্ছেন। যেহেতু জোটগত ভাবে আগামী নির্বাচন হবে,তাই জোটের স্বার্থে এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হচ্ছে।
সুনামগঞ্জ -৫ (ছাতক-দোয়ারা বাজার) আসনে বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী থাকছেন, এটা প্রায় নিশ্চিত।
এ আসন থেকে ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।নবম জাতীয় নির্বাচনে সিলেট বিভাগে আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে তিনি লক্ষাধিক ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।