পুলিশে বড় রদবদল

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

পুলিশে বড় রদবদল

পুলিশে বড় রদবদল

অনলাইন ডেস্ক ::

বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং এসপি পদে ব্যাপক রদবদল হয়েছে। এর মধ্যে দুজন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরার সই করা পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ. মহিদ উদ্দিনকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এবং শিল্পাঞ্চল পুলিশের মঈনুল হককে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া পুলিশ অধিদফতরের তাপতুন নাসরীনকে একই ইউনিটে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ফয়সল মাহমুদকে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি), অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) জেসমিন বেগমকে পুলিশ অধিদফতরে, ডিএমপির হামিদা পারভীনকে একই ইউনিটের যুগ্ম-কমিশনার, পুলিশ অধিদফতরের শামসুন্নাহারকে একই ইউনিটে এবং পুলিশ অধিদফতরের শাহজাদা মো. আসাদুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে। পদায়ন পাওয়া এসপি পদমর্যাদার কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদফতরের আজিজুল ইসলামকে নৌপুলিশে, নৌপুলিশের ড. আ ক ম আকতারুজ্জামান বসুনিয়াকে হাইওয়ে পুলিশে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়াকে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি), পুলিশ অধিদফতরের ড. চৌধুরী মো. যাবের সাদেককে পুলিশ টেলিকমে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মোস্তফা কামাল রাশেদকে একই ইউনিটে, টুরিস্ট পুলিশের মহিউদ্দীন আহমেদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্সের মোহাম্মদ বিল্লাল হোসেনকে টুরিস্ট পুলিশের রাঙামাটি রিজিয়নে, পুলিশ একাডেমি সারদার এ কে এম এমরান ভূঞাকে সিআইডিতে, খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আবদুর রহমানকে পিবিআই বাগেরহাট জেলায়, সিআইডির মোহাম্মদ রুহুল কবীর খানকে নৌপুলিশে, টাঙ্গাইল জেলা পুলিশের কাজী নুসরাত এদীব লুনাকে নৌপুলিশে, ডিএমপির কুদরত ই খুদাকে পিবিআইতে, পুলিশ অধিদফতরের মনজুর আহমেদ সিদ্দিকীকে ১২ আর্মড পুলিশ ব্যাটালিয়নে ও রওনক জাহানকে সিআইডিতে, সিরাজগঞ্জ জেলা পুলিশের নূর আলম সিদ্দিকীকে রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি), ময়মনসিংহ জেলা পুলিশের খন্দকার ফজলে রাব্বিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, রংপুর জেলা পুলিশের মধুসূদন রায়কে আরএমপিতে, নারায়ণগঞ্জ জেলা পুলিশের জাহেদ পারভেজ চৌধুরীকে সিলেট মহানগর পুলিশে (এসএমপি), ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মাহবুব আলম খানকে সিএমপিতে, ডিএমপির সৈকত শাহীনকে টুরিস্ট পুলিশে, ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের নুতান চাকমাকে সিআইডিতে, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের শফিউর রহমানকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-১-এ, চট্টগ্রাম রেঞ্জের নিষ্কৃতি চাকমাকে সিএমপিতে, নোয়াখালী পুলিশের দীপক জ্যোতি খীসাকে ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, সিএমপির ছত্রধর ত্রিপুরাকে সিআইডিতে, পুলিশ অধিদফতরের লিয়াকত আলী খানকে সিএমপিতে, অ্যান্টি টেররিজম ইউনিটের এম এম মাহমুদ হাসানকে র‌্যাবে, পুলিশ স্টাফ কলেজের তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে বিশেষ শাখায় (এসবি), ডিএমপির রহিমা আক্তার লাকীকে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, লালমনিরহাট জেলা পুলিশের রবিউল ইসলামকে পিবিআইর ফরিদপুর জেলায়, ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের আবদুল্লাহ আল মামুনকে একই ইউনিটে, গোপালগঞ্জ জেলা পুলিশের নিহাদ আদনান তাইয়ানকে সিএমপিতে, ডিএমপির জাহাঙ্গীর আলমকে পুলিশ অধিদফতরে, পুলিশ অধিদফতরের তারেক মাহমুদকে একই ইউনিটে, ডিএমপির মঞ্জুর মোর্শেদকে সিএমপিতে, পুলিশ অধিদফতরের সোহেল রানাকে একই ইউনিটে ও মেহেদী শাহরিয়ারকে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, এসবির বদরুল আলম মোল্লাকে টুরিস্ট পুলিশে, অ্যান্টি টেররিজমের সাখাওয়াত হোসেনকে একই ইউনিটে, রেলওয়ে পুলিশের বদরুদ্দোজাকে র‌্যাবে, রংপুর জেলা পুলিশের সৈয়দ মোহাম্মদ ফরহাদকে সিআইডিতে, সিলেট জেলা পুলিশের শাহরিয়ার বিন সালেহকে পুলিশ টেলিকমে, টাঙ্গাইল জেলা পুলিশের মীর মনির হোসেনকে র‌্যাবে, ডিএমপির তানভীর সালেহীন ইমনকে একই ইউনিটে, বগুড়া জেলা পুলিশের আলী হায়দার চৌধুরীকে পুলিশ অধিদফতরে, কুমিল্লা জেলা পুলিশের কাজী মো. আবদুর রহীমকে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নে, ডিএমপির সাইফুল্লাহ মো. নাছিরকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-২-এ, পিবিআই বাগেরহাট জেলার আল মামুনকে আরএমপিতে, ময়মনসিংহ রেঞ্জের বাছির উদ্দিনকে সিআইডিতে, ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মারুফা ইয়াসমিনকে পুলিশ অধিদফতরে, হাইওয়ে পুলিশের মুনশী শাহাবুদ্দীনকে পুলিশ অধিদফতরে, অ্যান্টি টেররিজমের হাবিবুর রহমানকে হাইওয়ে পুলিশে, র‌্যাবের শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীকে কেএমপিতে, র‌্যাবের বীণা রানী দাসকে একই ইউনিটে, র‌্যাবের শামিমা আক্তারকে পুলিশ অধিদফতরে, পুলিশ টেলিকমের সরদার রোকনউজ্জামানকে সিআইডিতে, পিবিআইর রেজাউল করিম মল্লিককে সিআইডিতে, পিবিআইর মীর আশরাফ আলীকে বরিশাল রেঞ্জে, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন-২-এর দেওয়ান জালাল উদ্দিন চৌধুরীকে পুলিশ অধিদফতরে, বরিশাল রেঞ্জের হাবিবুর রহমান প্রাংকে রেলওয়ে পুলিশে, পুলিশ অধিদফতরের মহিউদ্দিন ফারুকীকে রাঙামাটির পিএসটিএসে এবং পিবিআই চাঁদপুর জেলার খন্দকার নুর রেজওয়ান পারভীনকে পুলিশ অধিফতরে পদায়ন করা হয়েছে।

বিডি প্রতিদিন

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ