স্বাস্থ্যকর্মী হত্যার প্রতিবাদে স্বাস্থ্য পরিবারের মানবন্ধন

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২

স্বাস্থ্যকর্মী হত্যার প্রতিবাদে স্বাস্থ্য পরিবারের মানবন্ধন

সিলনিউজ বিডি ডেস্ক ::সাইফুল হত্যাকারীদের শাস্তি প্রদান করে  স্বাস্থ্যকর্মীদের মনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে  ডা. হিমাংশু লাল রায়
সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেছেন, স্বাস্থ্যকর্মী সাইফুল হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের মাধ্যমে স্বাস্থ্যকর্মীদের মনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদেরকে বিক্ষুদ্ধ করে স্বাস্থ্য ব্যবস্থায় সরকারের সোনালি অর্জনকে নস্যাৎ করার সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এজন্যে স্বাস্থ্যকর্মীরা নির্বিঘ্নে যাতে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধসহ স্বাস্থ্যখাতে ভূমিকা রাখতে সক্ষম হন এজন্যে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্যে স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন বাস্তবায়ন প্রয়োজন। তাহলে সাইফুলের মতো সম্ভাবনায় কর্মীদের অকালে ঝরে যাবে না। আমার দৃঢ় বিশ^াস হবিগঞ্জের প্রশাসন এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের দাবিতে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সিলেট আঞ্চলিক কমিটির মানববন্ধন কর্মসূচি চলাকালে কর্মসূচীতে অংশগ্রহণকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে তিনি এ কথা বলেন। নগরীর চৌহাট্টাস্থ সিলেট স্বাস্থ্যভবনের গেইটে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সিলেট-এর যুগ্ম আহবায়ক মো. আতিকুর রহমানের সভাপতিত্বে স্বাস্থ্য বিভাগের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের যুগ্ম আহবায়ক মো. আবদুল আলি বাবলুর পরিচালনায় সমাবেশে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বাস্থ্যকর্মীদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল, ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত। সমাবেশে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় অফিস সহকারী কল্যাণ সমিতি সিলেট আঞ্চলিক কমিটির সভাপতি মো. আবদুল আউয়াল, মেডিক্যাল টেকনোলজিস্ট আলমগীর আলম, বেণুভূষণ দাস, রফিকুল ইসলাম জায়েদ, তাপস দেব, রফিকুল ইসলাম, মির্জা মনিরুল ইসলাম, নিয়ামত উল্লাহ, নাদিমুল ইসলাম, আইএইচটি সিলেট-এর ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম জয়। সমাবেশে সিলেট জেলার সকল স্তরের মেডিক্যাল টেকনোলজিস্টসহ সিলেট আইএইচটি’র ছাত্রছাত্রীরা অংশগ্রহন করেন।

ক্যাপসন:
মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলামের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবিতে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার সিলেট আঞ্চলিক কমিটির মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখছেন সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়

সিলনিউজবিডি ডট কম / এস:এম:শিবা

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ