সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
খেলা ডেস্ক :: লাদাখ সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহতের ঘটনায় চীন-ভারত সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে।
সেই ঘটনার জেরে দলমত নির্বিশেষে চীনা পণ্য বর্জনের ডাক দিচ্ছেন ভারতীয়রা।
অনেকে চীনের তৈরি ব্যবহার্য মোবাইল, টিভিসহ নানা ইলেকট্রনিক্স পণ্য ভেঙে ফেলছেন।
এমন উত্তেজনাময় পরিস্থিতিতে বিপাকে পড়েছেন ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের আয়োজকরা।
কেননা আইপিএলে চীনা মোবাইল প্রস্তুতকারক কোম্পানি ভিভো বিনিয়োগ করেছে প্রায় তিন হাজার কোটি টাকা।
চীনের ওই মোবাইল ফোন কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন না করলে আইপিএল বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন ‘চেম্বার অব ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’।
এমন ঘোষণায় একাত্মতা পোষণ করেছেন ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্টস স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে হরভজন বলেন, এখনই সময় এসেছে এই সিদ্ধান্ত নেয়ার যে, কোনটি বড়? আইপিএল নাকি এর ব্র্যান্ড! আমি মনে করি, আইপিএল নিজেই একটি বড় ব্র্যান্ড। কোনো ব্র্যান্ডের ওপর এই জনপ্রিয় লিগ নির্ভর করে না।
উল্লেখ্য, চীনা পণ্য বর্জন ক্যাম্পেইনে ভারতীয় ক্রিকেটের প্রথম সদস্য হরভজন সিং।
আর কখনও চীনা পণ্য ব্যবহার করবেন না বলে ঘোষণা দিলেন হরভজন।
এক টুইটে হরভজন লিখেছেন– আত্মনির্ভরতা ভারত গড়ে তোলার জন্য চীনকে বয়কট করার এটিই আদর্শ সময়। সব কিছুই ভারতে তৈরি করা সম্ভব। সেই ক্ষমতা ও যোগ্যতা ভারতের আছে। আমরা চাইলেই চীনা পণ্যসামগ্রী ব্যবহার বন্ধ করতে পারি।
নিজের ক্ষোভ উগরে দেন হরভজন, ‘চীন সেনারা যখন আমাদের সেনাদের ওপর হামলা করেছে, তখন ওদের পণ্য নিষিদ্ধ করে দেয়াই উচিত। কেননা, আমাদের টাকায় ওদের দেশ চালাতে দেব? যারা বয়কটের ডাক দিয়েছে, আমি তাদের পাশে আছি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি