সিলেট ১৮ই মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
স্পোর্টস ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। চেন্নাইয়ের একটি হোটেলে বিকাল ৩টায় শুরু হবে প্লেয়ার বেচাকেনার আসর।
নিলাম সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-১, ২ ও ৩।
কর্মব্যস্ততার কারণে যারা টিভির পর্দায় নিলামের লাইভ দেখার সুযোগ পাবেন না তাদের জন্য অনলাইনে আপডেটের ব্যবস্থা রেখেছে আইপিএল আয়োজকরা। হটস্টার ওয়েবসাইডে তাৎক্ষণিক সব তথ্য পাওয়া যাবে।
কতজন প্লেয়ার নিলামে বেচাকেনা হবেন
সবমিলে ১ হাজার ১১৪ জন ক্রিকেটার আইপএল ১৪তম আসরে অংশ নেয়ার জন্য নিবন্ধন করেছেন। তবে আয়োজকরা সবদিক বিবেচনা করে সেরাদের নিয়ে একটি শর্ট লিস্ট করেছে। সেই তালিকায় ভারতের ১৬৪ আর বিদেশের রয়েছেন ১২৫ জন তারকা ক্রিকেটার।
বেশি ভিত্তিমূল্যে যারা রয়েছেন
২ কোটি ভিত্তিমূল্যে রয়েছেন- গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, সাকিব আল হাসান, মঈন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জেসন রয়, মার্ক উড, হরভজন সিং ও কেদার যাদব।
দেড় কোটি ভিত্তিমূল্যে রয়েছেন ১২ জন খেলোয়াড়। আর ১ কোটি ভিত্তিমূল্যে উমেশ যাদব ও হনুমা বিহারীসহ ১১ জন রয়েছেন।
নিলামে সবচেয়ে বড় তারকা
স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, সাকিব আল হাসান, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, ডেভিড মালান, হরভজন সিং, জেসন রয়, জাই রিচার্ডসন ও কাইল জেমিসন।
নিলাম থেকে সরে গেলেন যারা
আইপিএল নিলামে নিবন্ধন করেও নাম প্রত্যাহার করেছেন এমন কয়েকজন তারকা হলেন- ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট, অস্ট্রেলিয়ার তারকা পেসার মিসেল স্টার্ক, ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান টম ব্যান্টন।
অংশগ্রহণকারী দলের বাজেট ও নিলামে যতজন নিতে পারবে
চেন্নাই সুপার কিংস
মোট প্লেয়ার-১৯
বিদেশি-৭
নিলামে নিতে পারবে-৬
বিদেশি ১ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৬ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ১৯ কোটি ৯০ লাখ খরচ করতে পারবে ধোনির নেতৃত্বাধীন দলটি।
দিল্লি ক্যাপিটালস
মোট প্লেয়ার-১৭
বিদেশি-৫
নিলামে নিতে পারবে-৮
বিদেশি ৩ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৮ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ১৩ কোটি ৪ লাখ খরচ করতে পারবে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দলটি।
পাঞ্জাব কিংস
মোট প্লেয়ার-১৬
বিদেশি-৩
নিলামে নিতে পারবে-৯
বিদেশি ৫ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৯ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ৫৩ লাখ খরচ করতে পারবে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দলটি।
কলকাতা নাইট রাইডার্স
মোট প্লেয়ার-১৭
বিদেশি-৬
নিলামে নিতে পারবে-৮
বিদেশি ২ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৮ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ১০ কোটি ৭৫ লাখ খরচ করতে পারবে শাহরুখ খানের মালিকানাধীন দলটি।
মুম্বাই ইন্ডিয়ান্স
মোট প্লেয়ার-১৮
বিদেশি-৪
নিলামে নিতে পারবে-৭
বিদেশি ৪ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৭ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ১৫ কোটি ৩৩ লাখ খরচ করতে পারবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।
রাজস্থান রয়েলস
মোট প্লেয়ার-১৬
বিদেশি-৫
নিলামে নিতে পারবে-৯
বিদেশি ৩ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৯ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ১৫ কোটি ৩৩ লাখ খরচ করতে পারবে।
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
মোট প্লেয়ার-১৪
বিদেশি-৫
নিলামে নিতে পারবে-১৪
বিদেশি ৩ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ১৪ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ৩৩ কোটি ৪০ লাখ খরচ করতে পারবে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি।
সানরাইজার্স হায়দরাবাদ
মোট প্লেয়ার-২২
বিদেশি-৭
নিলামে নিতে পারবে-৩
বিদেশি ১ জনের কোটা খালি আছে।
নিলাম থেকে ৩ জন ক্রিকেটার নিতে সবোর্চ্চ ১০ কোটি ৭৫ লাখ খরচ করতে পারবে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দলটি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি