সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০
খেলা ডেস্ক :: করোনাভাইরাস পরিস্থিতিতে ক্রিকেটের কিছু প্রচলিত নিয়ম পাল্টে নতুন ৫টি নিয়ম চালু করছে আইসিসি।
আইসিসির এ সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটি প্রধান আকরাম খান।
বিশেষ করে বলে লালা ব্যবহার নিষিদ্ধকরণ ও খেলোয়াড়দের মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে তার বিকল্প নামানোর নিয়ম দুটি যথাযথ, বৈজ্ঞানিক ও সময়োচিত বলে অভিহিত করেছেন তিনি।
তবে এসব নিয়মে আরও একটি সংযোজন চান আকরাম খান।
সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘বলার অপেক্ষা রাখে না, করোনা সংক্রমণ ঠেকাতেই ক্রিকেট বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আনার সিদ্ধান্ত। লালা থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা থাকবে প্রচুর। কাজেই আইসিসি ভেবেচিন্তে এ তাৎপর্য সিদ্ধান্ত নিয়েছে।’
করোনা সাবস্টিটিউট নিয়মের প্রশংসা করে আকরাম খান বলেন, এতকাল শুধু মাথায় বলের আঘাতে ব্যথা পাওয়া ক্রিকেটারের বিকল্প খেলানো যেত। এখন থেকে কোনো ম্যাচে করোনা পজিটিভ ক্রিকেটারের বিকল্পও নেয়া যাবে। এটিও আইসিসির দুরদর্শী সিদ্ধান্ত। কিন্তু নিয়মটিতে আরও একটি সংযোজন আনলে ভালো হতো।
বিসিবির এ পরিচালক বলেন, ‘আমি মনে করি– ৫ দিনের টেস্টে যে কোনো খেলোয়াড় করোনার মহামারী ছাড়াও অন্য কোনো ফ্লু-তে আক্রান্ত হতে পারেন। ভাইরাস জ্বরে বা ইনফেকশনে আক্রান্ত হতে পারে তিনি। যদিও এতে করোনার মৃত্যুঝুঁকি নেই। তবু কিন্তু তার পক্ষেও খেলা চালিয়ে নেয়া অসম্ভব হয়ে যায়। কাজেই করোনার মতো সাধারণ জ্বর ও ইনফেকশনে আক্রান্ত ক্রিকেটারের বদলি খেলানোর নিয়মটিও চালু করা প্রয়োজন বলে আমি মনে করি।’
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি