সিলেট ২৮শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
আজমিরীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৫ নং শিবপাশা ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সহ অন্তত ২০ জন আহত হয়েছে ৷ পুলিশ ঘটনাস্হলে গিয়ে ২৩ রাউন্ড রাবার বুলেট ও ৬রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্হতি নিয়ন্ত্রনে আনে।
স্হানীয় সুত্রে জানা যায়- ১৫ জুন সোমবার বিকাল বেলা আজমিরীগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃহিফজুর রহমান ও শিবপাশা ইউনিয়নের শ্রমিক লীগের আহবায়ক মোঃসাবান মিয়ার মধ্যে কার মোটর সাইকেল দামী এ নিয়ে বাক বিতন্ডা সহ হাতাহাতির ঘঠনা ঘটে ৷ এরই জের ধরে সোমবার রাত অনুমানিক ৮টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রায় ২ ঘন্টা ব্যাপি সংঘর্ষে পুলিশের ১ এস আই ও ২ কনষ্টেবল সহ উভয়পক্ষের আনুমানিক ২০জন আহত হয়। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ আবু হানিফ ও এসআই মফিজুল হকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্হলে গিয়ে
২৩ রাউন্ড রাবার বুলেট ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে এবং ১৩ দাঙ্গাবাজকে আটক করেন ৷
আটককৃতরা হলো খন্দকার বাড়ির সাবান মিয়ার পুত্র টিপু(১৯), নুর মিয়ার পুত্র ছোটন (২৫), রুপ মিয়ার পুত্র ডালিম (১৯), মৃত ছিদ্দিক উল্ল্যার পুত্র তরিকুল ইসলাম (৪৭), আন্জাবাড়ির আঃ জলিলের পুত্র নজরুল ইসলাম (২৭), নরুল ইসলামের পুত্র শেখ উদ্দিন (৪০),বন্দের বাড়ির খুশমান মিয়ার পুত্র সামায়ুন মিয়া (২৮), উত্তরবাড়ি পাড়ার মান উল্ল্যার পুত্র ইয়াউর (২৫), আখের আলীর পুত্র খোকন (২৮), মৃত মতি মিয়ার পুত্র মেজবাহ (২৭), আক্কল আলীর পুত্র মোতাব্বির (৩০), কলিম উল্লার পুত্র আকলু মিয়া (২৫), আমান উল্ল্যার পুত্র মাসুক (২২) ৷
এ বিষয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করছেন ৷
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ওসি(তদন্ত) আবু হানিফ জানান খবর পেয়ে আমরা ঘঠনাস্হলে গিয়ে ২৩ রাউন্ড রাবার বুলেট এবং ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্হিতি নিয়ন্ত্রনে আনি, এবিষয়ে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। পরিস্হিতি বর্তমানে শান্ত রয়েছে ৷
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি