সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
অনলাইন ডেস্ক :; সুপ্রিম কোর্টের আদেশের পর সরকারি ওয়েবসাইটে কোভিড-১৯ শনাক্ত হওয়া আক্রান্ত ও মৃত্যুর বিস্তারিত তথ্য আবার দিতে শুরু করেছে ব্রাজিল।
বিবিসি জানিয়েছে, গত শনিবার ব্রাজিলের সরকারি করোনাভাইরাস ওয়েবসাইটে ঘোষণা দেয়া হয় তারা আর মৃতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানাবে না। তবে নানান সমালোচনার পর দেশটির সুপ্রীম কোর্টের সিদ্ধান্তের পর সেটা আবার চালু হয়েছে।
মঙ্গলবার থেকে সরকারি ওই সাইটে আগের মতোই শনাক্ত হওয়া মোট আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার পাশাপাশি অঞ্চলভেদে সংক্রমণের বিস্তারিত তথ্য দেখা গেছে।
ব্রাজিলে প্রায় সাড়ে সাত লাখ কোভিড-১৯ রোগী আছেন। ৪০ হাজারের মতো মানুষ মারা গেছেন।
ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারক আলেক্সান্দ্রে দে মোরায়েস দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে সংক্রমণের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে ফের প্রকাশ করার নির্দেশ দেন। সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে মোরায়েসের বিবৃতিটি প্রকাশ করা হয়।
বিবৃতিতে মোরায়েস বলেন, ওয়েবসাইট থেকে তথ্য সরিয়ে নেওয়ার সরকারি পদক্ষেপের ফলে ভাইরাসের সংক্রমণ পর্যবেক্ষণ করে তা নিয়ন্ত্রণ ও প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নেওয়া ‘অসম্ভব’ হয়ে পড়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি