সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১
অনলাইন ডেস্ক :: প্রতিবছরের মতো এবারও ২১শে ফেব্রুয়ারিকে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে সিলেট মহানগর আওয়ামীলীগ।
কর্মসূচীর মধ্যে রয়েছে ঐ দিন সকাল সাড়ে ৭টায় এক র্যালী সিটি কর্পোরেশনের সম্মুখস্থ কামরান চত্বর থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন। বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের নীচতলায় সকল শহীদদের আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল।
প্রতিটি ওয়ার্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য সম্মন্ধে প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডে বসবাসকারী মহানগর আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভার আয়োজন করার অনুরোধ জানানো হয়েছে।
উপরোক্ত সকল কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি