সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: যুক্তরাষ্ট্রের মিনিসোটায় পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার দুই সপ্তাহ পরই আটলান্টায় পুলিশের গুলিতে প্রাণ হারান আরেক কৃষ্ণাঙ্গ যুবক রেশার্ড ব্রুকস (২৭)।
নিজ গাড়িতে ঘুমন্ত অবস্থায় গত শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাকে গুলি করে হত্যা করে। খবর বিবিসির।
আটলান্টার মেয়র কেইশা ল্যান্স বটমস জানিয়েছেন, নগরীর পুলিশপ্রধান এরিকা শিল্ডস শনিবার তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এদিকে বিক্ষোভকারীরা শনিবার রাত থেকে বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর চালাচ্ছে। নগরীর প্রধান হাইওয়েটি বন্ধ করে দিয়েছে। ব্রুকস উন্ডিস নামে যে রেস্তোরাঁয় কাজ করতেন, সেখানে অগ্নিসংযোগ করেছেন।
মেয়র জানান, গত ২০ বছর ধরে আটলান্টা পুলিশ বিভাগে কাজ করছেন এরিকা। নারী এ পুলিশ কর্মকর্তা ২০১৬ সাল থেকে রাজ্যের পুলিশপ্রধানের দায়িত্ব পালন করছেন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি