সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০
অনলাইন ডেস্ক :
টানা বর্ষণে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় আকস্মিক বন্যায় শনিবার পর্যন্ত ১৬০ জনেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।
হঠাৎ ধেয়ে আসা এই প্রলয়ে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকর শহরের বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খবর ইয়ানি সাফাকের।
পারওয়ানের মুখপাত্র ওয়াহিদা শাহকর গণমাধ্যমকে জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।হঠাৎ ধেয়ে আসা বন্যায় মাটির তৈরি অনেক ঘর বিধ্বস্ত হয়ে গেছে।
যাওয়া বাড়িগুলোর নিচে চাপা পড়া মানুষকে উদ্ধারে কাজ চলছে। ঘুমন্ত অবস্থায় বানের পানিতে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় হতাহতের সংখ্যা এত বেড়েছে।
তিনি আরও জানান, প্রায় দুই লাথ মানুষ ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এখনও অনেকে নিখোঁজ আছেন।
মাহমুদ সামাদি নামে পারওয়ানের এক বাসিন্দা জানান, এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মরদেহ এবং ১২০ জনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান তিনি।
আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে ভারী বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় তলিয়ে যায় পারওয়ান ও ময়দান ওয়ারদাক প্রদেশের বিশাল এলাকা। বন্যার কারণে সৃষ্ট ভূমিধসে ধ্বংস হয়ে গেছে এসব এলাকার হাজার হাজার ঘরবাড়ি।
প্রাদেশিক কর্মকর্তারা বলছেন, ঘটনার ব্যাপকতা এবং আক্রান্ত মানুষের সংখ্যা এত বেশি যে, তাদের কাছে সাহায্য পৌঁছানো প্রাদেশিক সরকারের সক্ষমতার বাইরে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় ১৩টি প্রদেশ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি