সিলেট ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
স্পোর্টস ডেস্ক :;
পাকিস্তান দলের সাবেক ব্যাটিং কোচ ছিলেন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার গ্র্যান্ট ফ্লাওয়ার।
সে সময় এক বাদানুবাদ তার গলায় ছুড়ি ধরেছিলেন পাক ক্রিকেটার ইউনিস খান।
সম্প্রতি ভাই এন্ডি ফ্লাওয়ার আর উপস্থাপক নেইল ম্যানথর্পের সঙ্গে এক ক্রিকেট পডকাস্টে এ কথা জানান গ্র্যান্ট ফ্লাওয়ার।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে গ্র্যান্ট ফ্লাওয়ার বলেন, পাকিস্তান দলকে সামলানো সহজ কাজ নয়। বেশিরভাগ কোচকেই এতে হিমশিম খেয়েছেন। বিশেষ করে ইউনিস খানকে শেখানো বেশ কঠিন কাজ ছিল।
বিরক্তকর সেই স্মৃতিচারণ করেন এই সাবেক পাক কোচ, ঘটনাটি ছিল ২০১৬ সালে ব্রিসবেনে একটি টেস্টে। সেই ম্যাচ চলাকালীণ সকালের নাস্তায় ইউনিসকে কিছু ব্যাটিং পরামর্শ দেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি আমার সেই পরামর্শ একেবারেই ভালোভাবে নেননি। এক পর্যায়ে তিনি এতোটাই নিয়ন্ত্রণ হারান যে, আমার গলায় ছুরি ধরে বসেন। ব্যাপারটা আর খারাপ দিকে যায়নি কারণ ওই সময় আমার পাশেই মিকি আর্থার ছিলেন। শেষপর্যন্ত এই ঘটনায় মধ্যস্থতা করে ইউনিসকে শান্ত করেন মিকি।
অস্ট্রেলিয়া সফরে সেই টেস্ট সিরিজটি ৩-০ ব্যবধানে হেরেছিল পাকিস্তান।
সে সময় পাকিস্তানের ব্যাটিং কোচ ছিলেন গ্র্যান্ট ফ্লাওয়ার। ২০১৯ সালে পাকিস্তান ছাড়েন গ্র্যান্ড। বর্তমানে শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন তিপর
তথ্যসূত্র: উইসডেন, স্পোর্টস কিডা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি