সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
নিজস্ব প্রতিনিধি :: অব্যবস্থাপনার কারণে সরকারি আবাসিক এলাকা আম্বরখানা সরকারি কোয়ার্টার এখন ময়লার ভাগারে পরিণত হয়েছে।
প্রায় মাসখানিক থেকে ময়লা না নেওয়ার কারণে ৭টি ভবনের ৬৪টি পরিবার এখন স্বাস্থ্যহীনতার আশঙ্কায় রয়েছেন।
সোমবার দুপুরে এমন অভিযোগ এনে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সচিব মাহবুব আহমদের মাধ্যমে মেয়র বরাবরে স্মারকলিপি করেছেন আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার সমাজকল্যাণ সমিতির সভাপতি মো. শাহা আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়া।
অভিযোগে তারা আরো উল্লেখ করেন, সিলেটের সবচেয়ে বড় এবং সর্বাধিক কর্মচারির সরকারি আবাসিক এলাকা হচ্ছে আম্বরখানা সরকারি স্টাফ কোয়ার্টার। ৬৪টি পরিবারের বসবাস এখানে। এই আবাসিক এলাকার ময়লা আবর্জনা পরিস্কারের জন্য সিলেট সিটি কর্পোরেশন হতে ৩টি ডাস্টবিন প্রদান করা হয়। ৩ ডাস্টবিন হতে ময়লা সংগ্রহ কষ্টকর হয় বিধায় ২টি ডাস্টবিন বন্ধ করে ১টি ডাস্টবিনে ময়লা ফেলার সিদ্ধান্ত নেই, যাতে করে সিটি কর্পোরেশনের কর্মচারীরা সহজেই ময়লা অপসারণ করতে পারে। সরকারি আবাসিক এলাকার বাসিন্দা ছাড়াও আশপাশের বাসিন্দার এই ডাস্টবিন ব্যবহার করে থাকেন। মাসখানিক ধরে ময়লা না নেয়ায় ময়লার স্তুপ জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ময়লার দুর্গন্ধে এ এলাকায় বসবাস করা দূরহ হয়ে পড়েছে। ডাস্টবিনের ময়লার কারনে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটছে এবং আশপাশের ভবনে বসবাসকারি কর্মচারিদের কোভিট-১৯ সহ নানারকম রোগব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই জরুরী ভিত্তিতে ডাস্টবিনের ময়লা অপসারনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সিটি কর্পোরেশনের সহযোগিতা চান এলাকাবাসীরা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি