সিলেট ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১
স্পোর্টস ডেস্ক
টেস্ট ক্রিকেটে সবশেষ ৫০ বছরে এনিয়ে ষষ্ঠবার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারের মধ্যেই অলআউট ইংল্যান্ড।
ভারতের আহমেদাবাদের ১ লাখ ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে এমন বাজে রেকর্ড গড়ল জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড ক্রিকেট দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতে চলমান সিরিজটি বিরাট কোহলি-জো রুটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজে যারা জিতবে তাদের নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ রয়েছে।
অথচ এমন একটি গুরুত্বপূর্ণ সিরিজে জয় দিয়ে সফর শুরু করা ইংল্যান্ড হেরে যায় দ্বিতীয় টেস্টে।
বুধবার শুরু হওয়া সিরিজের তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৮০ রান করা ইংল্যান্ড এরপর মাত্র ৩২ রানের ব্যবধানে হারায় ৭ উইকেট।
বাঁ-হাতি অক্ষর প্যাটেল আর ডানহাতি রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে বিভ্রান্ত হয়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ১১২ রানে অলআউট ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন ওপেনার জ্যাক ক্রলি।
ভারতের হয়ে ৩৮ রানে ৬ উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল। ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। এই দুই স্পিনার মিলে শিকার করেন ৯ উইকেট। ভারতের হয়ে ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে ১ উইকেট শিকার করেন পেস বোলার ইশান্ত শর্মা।
জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে ২ উইকেট হারানো ভারত, প্রথম দিনের শেষ মুহূর্তে হারায় অধিনায়ক বিরাট কোহলির উইকেট। ডে-নাইট ম্যাচের প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৯৯ রান। ৫৭ রানে অপরাজিত আছেন ওপেনার রোহিত শর্মা।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি