সিলেট ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২১
নিজস্ব প্রতিবেদক
পনের বছর ধরে মানবতার সেবায় কাজ করছে আসমা-নূর ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো সোমবার (১২ এপ্রিল) সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় প্রায় ৫ শতাধিক গরীব ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
বীর মুক্তিযোদ্ধা আবু সাইদের সভাপতিত্বে ও লুলু মল্লিকের পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের পুত্র ও সিলেট জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রত্যাশী শমশের জামাল বলেন, আসমা-নুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্ণধাররা প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের সাহায্যে সব সময় কাজ করে যাচ্ছেন। তারা দীর্ঘ ১৫ বছর ধরে অসহায় মানুষের উন্নয়নে নিরলসভাবে করছে। তাদের এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তিনি বলেন, আমাদের সকলের উচিত সামর্থ অনুযায়ী দেশের অসহায় মানুষের সাহায্যে এেিগয় আসা। পরিশেষে তিনি সংগঠনের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সমাজসেবী হাসনা হেনা খানম, আলী আহমদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি