সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুন ৯, ২০২০
অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় নির্মাণ শ্রমিকদের সহযোগিতার দাবী জানিয়ে দক্ষিণ সুরমার সিলাম বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যাণ পরিষদের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরীর হাতে সিলাম বিল্ডিং নির্মাণ শ্রমিক কল্যাণ পরিষদের আহবায়ক মোঃ জামাল উদ্দিন এ স্মারকলিপি প্রদান করেন।
এ সময় সংগঠনের সদস্য সচিব মোঃ আজির উদ্দিন, সদস্য প্রবীণ ঠিকাদার আব্দুর নুর, হিরা মিয়া, সায়েক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের নির্মাণ শ্রমিকের করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবত কর্মহীন হয়ে আছেন। সরকার পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিলেও সিলাম ইউনিয়নের নির্মাণ শ্রমিকেরা কোন সহায়তা পায়নি। এমতাবস্থায় তারা উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তার সহযোগীতা কামনা করেন।
স্মারকলিপিতে সিলাম ইউনিয়নের দেড় শতাধিক নির্মাণ শ্রমিক স্বাক্ষর করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি