সিলেট ১২ই ডিসেম্বর, ২০১৯ ইং | ২৭শে অগ্রহায়ণ, ১৪২৬ বঙ্গাব্দ
প্রকাশিত: 2:32 PM, November 22, 2019
স্পোর্টস ডেস্ক :: ইডেনে দিবারাত্রির টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। ১০.৩ ওভারে ১৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা।
ইশান্ত শর্মার করা সপ্তম ওভারের প্রথম বলেই কট বিহাইন্ডের আবেদন। আম্পায়ার জোয়েল উইলসন আঙুল তুললেন। সঙ্গে সঙ্গেই রিভিউ নিলেন ইমরুল কায়েস। দেখা গেলো বল তার ব্যাটে লাগেনি। বেঁচে গেলেন ইমরুল। তৃতীয় বলে এলবিডব্লিউয়ের আবেদন।
একটু সময় নিয়ে আঙুল তুললেন উইলসন। রিভিউ নিলেন ইমরুল। কিন্তু এবার আর রক্ষা হলো না। বাংলাদেশ হারালো প্রথম উইকেট।
ভারতের বিপক্ষে কলকাতার দিবারাত্রির টেস্টে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। ইন্দোরের মতো ইডেন গার্ডেন্সেও টাইগারদের শুরুটা হলো মলিন। দলীয় ১৫ রানে ইমরুলের বিদায়। ১৫ বলে ৪ রান করে ফেরেন বাঁহাতি ওপেনার। ইন্দোরে প্র্রথম টেস্টে দুই ইনিংসে ১২ রান (৬+৬) করেছিলেন তিনি।
অনেক প্রত্যাশা ছিলো মুমিনুল হককে নিয়ে। এবারো হতাশ করলেন বাংলাদেশি অধিনায়ক। ফিরলেন শূন্য রানে। উমেশ যাদবের করা ১১তম ওভারের প্রথম বলে কট বিহাইন্ড হন মুমিনুল। উইকেটের পেছনে তার ক্যাচ বাজপাখির মতো লুফে নেন রোহিত শর্মা। তৃতীয় বলেই বোল্ড হন মোহাম্মদ মিঠুন (০)।
Advocate: Afsar Ahmed.
Management Editor : Md. Sadek Ahmed Choudhury
Assistant Management Editor : Mahbub Arif
Office: Blue Water Shopping City, 9th Floor (Lift-8), Zindabazar, Sylhet. Mobile: +88 01712-540420, +88 01754-859801, UK: +44 07398709740 Email: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com, naimulislam101@gmail.com Uk: shajidrana@gmail.com Facebook: fb.com/sylnewsbd2017
Design and developed by ওয়েব নেষ্ট বিডি