সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২১
স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে চলমান চেন্নাই টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ভারতীয় তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
বল হাতে ৪৩ রানে ৫ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে অশ্বিন খেলেন ১৪৮ বলে ১৪ চার ও এক ছক্কায় ১০৬ রানের ইনিংস।
১০৬ রানে ছয় উইকেট হারানো ভারত ঘুরে দাঁড়ায় বিরাট কোহলি-অশ্বিনের ৯৬ রানের সপ্তম উইকেট জুটিতে। কোহলির বিদায়ে এই জুটি ভাঙার পর অশ্বিন একাই তিনশর কাছাকাছি নিয়ে যান দলকে।
শেষ উইকেটে মোহাম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে অশ্বিন গড়েন ৪৯ রানের জুটি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২৮, ৫৬ ও ৭০ রানে তিনবার ‘জীবন’ পাওয়া অশ্বিন চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে ঢুকে যান ইতিহাসের পাতায়।
এ নিয়ে তৃতীয়বার এক টেস্টের ইনিংসে পাঁচ উইকেট ও সেঞ্চুরির কীর্তি গড়লেন অশ্বিন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে তার চেয়ে বেশিবার এই ডাবলের দেখা পেয়েছেন শুধু ইয়ান বোথাম (পাঁচবার)।
মঙ্গলবার আর চার উইকেট পেলেই কিংবদন্তি অলরাউন্ডারদের আরেক অভিজাত ক্লাবের সদস্য হবেন অশ্বিন। এখন পর্যন্ত এক টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেটের দেখা পেয়েছেন শুধু ইয়ান বোথাম, ইমরান খান ও বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি