সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার তানজিদ হাসান তামিমের নাম নিয়ে বিড়ম্বনায় পড়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
করোনাকালীন হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে শুরু হওয়া তিন দলের প্রেসিডেন্ট কাপে একই দলে খেলছেন বড় তামিম ও ছোট তামিম। মজার ব্যাপার হল দুইজনেই ওপেনিং পজিশনে খেলেন। আবার দুজনেই বাঁ-হাতি ব্যাটসম্যান।
দুইজনের নিক নেম একই হওয়ায় বিড়ম্বনায় পড়েছেন অনেকে। আর সেই বিড়ম্বনা এড়াতেই জুনিয়র তামিম তথা তানজিদ হাসান তামিমকে অন্য নামে ডাকার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
আগামীকাল মঙ্গলবার প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে তামিম ইকবালের একাদশ বনাম মাহমুদউল্লাহ রিয়াদের একাদশ।
ম্যাচের ঠিক আগের দিন সোমবার জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল বলেছেন, আগামীকাল আরেক তামিমের সঙ্গে আমি ওপেন করব। আমরা আসলে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এতদিন সবাই আমাকে তামিম ভাই বলে ডেকেছে, এখন তামিম তামিম বলে ওকে ডাকে। এতে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। দুজনকেই তাকাতে হচ্ছে। ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায় তাহলে ভালো হয়।
সম্ভাবনাময়ী তরুণ ওপেনারকে নিয়ে তামিম ইকবাল আরও বলেছেন, ওর সঙ্গে নেটে প্র্যাকটিস করেছি, ওকে যতটা দেখলাম তাতে মনে হয়েছে বেশ সম্ভাবনাময়ী। আশা করি ও অনেক দূর যাবে।
তামিম আরও বলেছেন, আমি আগেও বলেছি প্রেসিডেন্টস কাপটা একটা হাইভোল্টেজ টুর্নামেন্ট হবে। আমাদের খুব ভালো প্রস্তুতি হয়েছে। আশা করছি আগামীকাল ভালো একটা ম্যাচ উপহার দিতে পারব।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি