সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০
অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র (৪২) করোনায় আক্রান্ত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ট্রাম্প জুনিয়রের বান্ধবী কিমবারলি গিফয়েলও গত জুলাইয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ট্রাম্পপুত্র। খবর বিবিসি ও ফক্স নিউজের।
এর আগে গত মাসে ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্পেরও (১৪) করোনা ধরা পরে। কিন্তু দ্রুতই সে আরোগ্য লাভ করে।
ট্রাম্প জুনিয়র তার বাবার নির্বাচনের প্রচারাভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গত সপ্তাহ থেকে অসুস্থ বোধ করায় তিনি কোয়ারেন্টিনে যান।
নমুনা পরীক্ষার পর তার করোনা ধরা পরে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এক সপ্তাহ আগে ডোনাল্ড ট্রাম্পেরও করোনা ধরা পরে। তিনদিন চিকিৎসা নেয়ার পরই হাসপাতাল ছাড়েন ট্রাম্প।
বিশ্বে করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রে।
এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭২৬ জন। আর প্রাণ হারিয়েছেন ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৯৫১ জন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি