সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
অনলাইন ডেস্ক :; ফেসবুকে মাগুরা-১ আসনের এমপি অ্যাড. সাইফুজ্জামান শিখরের নামে একাধিক ফেক আইডি তৈরি ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে।
এ বিষয়ে শনিবার দুপুরে সদর থানায় এমপির পক্ষে সাধারণ ডায়রি করেছেন মাগুরা শহরের পিটিআই পাড়ার বাসিন্দা আইটি বিশেষজ্ঞ সোহেল রানা।
অভিযোগকারী সোহেল রানা জানান, রাজনৈতিক ব্যক্তিত্ব স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নাম ব্যবহার করে ৭টি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। সেসব অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছে করোনা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ তহবিল গঠনের নামে আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। অজ্ঞাত কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠি সংসদ সদস্যের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অথবা অনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে তার নাম ব্যবহার করেছে একটি চক্র।
তিনি আরও জানা, ওই চক্রটি ডাচবাংলা ব্যাংকের একটি অ্যাকাউন্ট নম্বরও ব্যবহার করেছে যার সঙ্গে সংসদ সদস্যের কোনো সংশ্লিষ্টতা নেই। সাইফুজ্জামান শিখরের সঙ্গে পরামর্শক্রমে থানায় সাধারণ ডায়রি করেছি আমি।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন বলেন, বিষয়টি তদন্তের জন্যে সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে। অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি