সিলেট ১৫ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১
স্পোর্টস ডেস্ক
নিজেদের ব্যাটিং ইনিংসে নেমেই ধাক্কা পড়ল বাংলাদেশ শিবিরে। ওপেনিংয়ে সুযোগ পেয়েই ব্যর্থ হলেন সৌম্য সরকার। রানের খাতাই খুলতে পারলেন না তিনি।
চার বল মোকাবিলা করে শূন্য রানে ফিরলেন এ স্টাইলিশ ওপেনার। গ্যাব্রিয়েলের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ তুলে দেন সৌম্য। তা সহজেই লুফে নেন কাইল মেয়ার্স।
একই রকম ব্যর্থ ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্ত। আবারও সেই গ্যাব্রিয়েলের আঘাত। ২ বল খেলে ৪ রানে আউট হলেন শান্ত। বোনারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি।
অপরপ্রান্তে ভালোই শুরু করেছেন ওপেনার তামিম ইকবাল। ব্যাটে-বলে মিলছে তার। একটি ছক্কাও হাঁকিয়েছেন ইতোমধ্যে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৭ রান। দু্ই অঙ্কের ঘরে পৌঁছেছেন তামিম; ১৯ বলে ১৯ রান। শান্তর আউটের পর ব্যাট হাতে নেমেছেন অধিনায়ক মুমিনুল হক। রান করেছেন ১৫ বলে ৪ রান।
এর আগে দুর্দান্ত ইনিংস খেলেছেন ক্যারিবীয় তিন ব্যাটসম্যান বোনার, জসুয়া ও জোসেফ।
এ তিন ব্যাটসম্যানের ইনিংসে ভর করে ১৪২.২ ওভার টিকে ৪০৯ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ দ্বিতীয় দিনে বাংলাদেশকে অস্বস্তিতে ফেলেছিলেন জসুয়া।
তবে দলীয় ৩৮৭ রানে আর্মবলে জসুয়াকে পরাস্ত করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বলটি সরাসরি ভেঙে দেয় জসুয়ার উইকেট।
আউট হওয়ার আগে ১৮৭ বলে ৯২ রান করেন জসুয়া দা সিলভা, যা তার ক্যারিয়ারসেরা ইনিংস। দশটি চারের মারে এ ইনিংস সাজিয়েছিলেন জসুয়া।
জসুয়ার আউটের বেশিক্ষণ টেকেননি আলজারি জোসেফও। জসুয়ার সাজঘরে ফেরার সময় ৭২ রানে খেলছিলেন তিনি। এর পর আরও ১০ রান যোগ করেন জসুয়া।
আবু জায়েদ রাহির বলে সুইপ খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ধরা পড়েন জোসেফ। ১০৮ বলে ৮২ রান করেছেন আলজারি জোসেফ। যাতে ৮টি বাউন্ডারি ও ৫টি ছক্কার মার ছিল।
জোসেফের আউটের পর ক্রিজে নামেন ওয়ারিক্যান। এবারও জায়েদ রাহির আঘাত। মাত্র ২ বল টেকেন এ টেলএন্ডার। ওয়ারিক্যানকে ফেরানোর পর শেষ ব্যাটসম্যান শ্যানন গ্যাব্রিয়েলকেও বেশিক্ষণ খেলতে দেয়নি বাংলাদেশ।
ব্যক্তিগত ৮ রানের মাথায় তাকে আউট করেন তাইজুল। তাইজুলের উড়িয়ে মেরে মুশফিকের সহজ ক্যাচে পরিণত হন গ্যাব্রিয়েল।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি