সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
ওসমানীনগর প্রতিনিধি :; সিলেটের ওসমানীনগরে দুই ব্যাংক কর্মকর্তা সহ এক দিনে আরোও ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা থেকে আসা রিপোর্টে এ ৪ জনের করোনা পজেটিভ আসে বলে জানিয়েছেন উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী।
আক্রান্তরা হলেন,উপজেলার তাজপুর ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার মোজাম্মিল হক (৪৫) একই ব্যাংকের অফিস সহকারী শাহজাহান মিয়া(২৮), ঢাকা ব্যাংক গোয়ালাবাজার শাখার অফিসার সৈয়দ আজমান (৩২) এবং উপজেলার উছমানপুর ইউপির ইছামতি বাজারের জনসেবা ফার্মেসীর কর্মচারী দেলওয়ার হোসেন(৩০)। গত ৩ জুন উপজেলার তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৪জনই নমুনা প্রদান করার পর ১২জুন শুক্রবার ১০দিনে তাদের রিপোর্ট পাওয়া যায়।
উপজেলা করোনা সংকান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বলেন, তাজপুর ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার সিলেটে বসবাস করেন আর একই ব্যাংকের অফিস সহকারী বালাগঞ্জের দেওয়ানবাজারে বাড়ি থাকায় তাদের ব্যাপারে স্বস্ব এলাকার প্রশাসনের কর্মকর্তারা ব্যবস্থা নেবেন। ঢাকা ব্যাংকের অফিসার গোয়ালাবাজার গদিয়াচরে থাকেন এবং ইছামতি জনসেবা ফার্মেসীর কর্মচারী সেই এলাকায় বসবাস করেন তার দুজনের বাসা লকডাউন সহ প্রয়াজনীয়ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি