সিলেট ১৭ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২০
ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রুফিয়া খাতুন (৬০) নামের এক মহিলার মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকায় বাসায় তিনি মারা যান। মৃত রুফিয়া খাতুন উপজেলার বুরুঙ্গা ইউপির আনোয়ারপুর গ্রামের রজব খানের স্ত্রী। তিনি গোয়ালাবাজার এলাকায় আব্দুল মালিকের বাসায় ভাড়া থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বলেন, মারা যাওয়া মহিলা করোনা উপসর্গ নিয়ে কয়েক দিন পূর্বে সিলেট নর্থ ইস্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত ১২ জুন তিনি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নমুনা প্রদান করেন। রোববার রুফিয়া বেগমের শারীরিক অবস্থা চরম খারাপের পর্যায়ে গেলে হাসপাতাল থেকে তাকে তার স্বজনরা সন্ধ্যার দিকে গোয়ালাবাজারের বাসায় নিয়ে আসেন।রোববার রাত ৮ টার তিনি বাসায় মারা যান।
এ দিকে রুফিয়া খাতুন মারা যাবার প্রায় সোয়া ২ ঘন্টা পর রোববার রাত সোয়া ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিপোর্ট আসে রুফিয়া খাতুনের করোনা পজেটিভ।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি