সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
স্পোর্টস ডেস্ক :; দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক শন পোলক বলেছেন, পাকিস্তানের কিংবদন্তি পেস জুটি ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস ছিলেন সর্বকালের সবচেয়ে বিপজ্জনক বোলার।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১০৮টি টেস্ট আর ৩০৩টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ৩টি সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ৩০০ রান সংগ্রহের পাশাপাশি পেস বোলিংয়ে ৪১১ ম্যাচে ৮১৪ উইকেট শিকার করেন শন পোলক।
শুক্রবার একটি ইউটিউব সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার হয়ে ২৯৪ ওয়ানডেতে সর্বোচ্চ ৩৮৭ উইকেট শিকার করা সাবেক তারকা অলরাউন্ডার আরও বলেছেন, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস ছিলেন সর্বকালের সেরা বোলিং জুটি। তারা পিচটি কেমন ছিল তা বিবেচনা না করে পরিস্থিতি বিবেচনায় দুর্দান্ত ছিলেন। তাদের দুইজনের দক্ষতা ছিল অসাধারণ। আমি এই দুইজনকে সর্বকালের সবচেয়ে বিপজ্জনক বোলিং জুটি হিসেবে আখ্যায়িত করব।
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দুই পেসার ছিলেন ওয়াসিম আকমার ও ওয়াকার ইউনুস। পাকিস্তানের এ দুই কিংবদন্তি বোলার আন্তর্জাতিক ক্রিকেটে নিজ দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন। টেস্ট ও ওয়ানডে মিলে ৪৬০ ম্যাচে ৯১৯ উইকেট শিকার করেছেন ওয়াসিম আকরাম। যা আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ। আর ওয়াকার ইউনুস ৩৪৯ ম্যাচে ৭৮৯ উইকেট শিকার করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি