সিলেট ৩১শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, জুন ৯, ২০২০
স্পোর্টস ডেস্ক :; ভারতের ওয়ানডে সেরা খেলোয়াড়দের মধ্য থেকে বাছাই করে সর্বকালের সেরা একাদশ সাজিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম জাফর।
মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ভারতের ওয়ানডে সেরা একাদশের তালিকা প্রকাশ করেছেন ওয়াসিম জাফর।
ভারতের হয়ে ৩১টি টেস্ট আর দুটি ওয়ানডে ম্যাচ খেলে ৫টি সেঞ্চুরি আর ১১টি ফিফটির সাহায্যে ১ হাজার ৯৫৪ রান করেছেন ওয়াজিম জাফর।
তবে জাতীয় দলের চেয়ে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেট রেকর্ড ৫৭টি সেঞ্চুরির সাহায্যে সবচেয়ে বেশি ১৯ হাজার ৪১০ রান করেছেন ওয়াসিম জাফর।
সব ধরনের ক্রিকেট থেকে গত মার্চে অবসর নেন ৪২ বছর বয়সী এ সাবেক তারকা ব্যাটসম্যান। তার দেখা ভারতের সর্বকালের ওয়ানডে সেরা একাদশে জায়গা হয়নি রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র শেহবাগ ও আহজার উদ্দিনের মতো সাবেক তারকা ব্যাটসম্যানের। জায়গা হয়নি দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ২৮৮ উইকেট শিকার করা অজিত আগারকারের।
ওয়াসিম জাফরের ভারত সেরা ওয়ানডে একাদশে রয়েছেন: শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), কপিল দেব, হরভজন সিং, অনিল কুম্বলে, জহির খান ও জশপ্রিত বুমরাহ।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি