সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
অনলাইন ডেস্ক:: বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাহেদুল হক মিলুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও স্মরণসভা অনুষ্টিত হয়।
শনিবার (১৩ জুন) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে শারীরিক দুরুত্ব বজায় রেখে পুষ্পস্তবক অর্পণ শেষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে কমরেড জাহেদুল হক মিলুর প্রতিকৃতিতে দাঁড়িয়ে একমিনিট নিরাবতা পালন করা হয়।
বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন,নাজিকুল ইসলাম রানা,প্রণব জ্যোতি পাল, শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক শাহজান আহমদ, ছাত্র ফ্রন্ট নগর আহ্বায়ক সনজয় শর্মা,লাবলু আহমদ প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, কমরেড জাহেদুল হক মিলু আমৃত্যু বিপ্লবী ছিলেন। সমাজতান্ত্রিক -শোষনমুক্ত সমাজ নির্মাণে কমেরেড জাহেদুল হক মিলুর সারাজীবন সংগ্রাম করে গিয়েছিলেন। দেশের সংকাটকালীন সময়ে কমরেড জাহেদুল হক মিলুর প্রস্থান। বক্তারা কমরেড জাহেদুল হক মিলুর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের সমাজ পরিবর্তনের সংগ্রামে নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি