সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরণ গ্রামের ভানুগাছ দেবনাথ সমিতির উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপরে ডা. প্রেমানন্দ দেবনাথের আঙ্গিনায় এ সংবর্ধনা ও আলোচনা সভা হয়।
ভানুগাছ দেবনাথ সমিতির সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালীপদ দেবনাথ ও যুগ্ম সাধারণ সম্পাদক শৈলেন্দ্র দেবনাথের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন- মৌলভীবাজার সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট থানা দেবনাথ সমিতির সভাপতি, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা নীহার রঞ্জন দেবনাথ।
সম্মানিত অতিথি ছিলেন ভগবতরত্ন প্রমোদ রঞ্জন দেবনাথ, ডা. পরেশ চন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক অনন্ত দেবনাথ, চিত্তরঞ্জন দেবনাথ, দয়ানন্দ দেবনাথ, অনিল কান্তি দেবনাথ, শিক্ষক শংকর চন্দ্র দেবনাথ, মাখন চন্দ্র দেবনাথ, সুকুমার দেবনাথ, আনন্দ মোহন দেবনাথ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক ননীগোপাল দেবনাথ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শিক্ষক নিখিল চন্দ্র দেবনাথ, রাইমোহন দেবনাথ, সুখময় দেবনাথ, কানুলাল দেবনাথ, নারায়ণ দেবনাথ, উপানন্দ দেবনাথ, প্রদীপ দেবনাথ, পরেশ দেবনাথ প্রমুখ।
অনুষ্ঠানে নাথ সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি সরুপ ১৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি