সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
অনলাইন ডেস্ক: পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালকে ইতিপূর্বে আইজিপির নির্দেশে কোভিড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। সাধারণত সিলেট বিভাগের সকল ইউনিটের করোনা সংক্রমিত পুলিশ সদস্যরা এখানে চিকিৎসা নিয়ে থাকেন। ইতিমধ্যে এখান থেকে ৯৫ জন পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে জেলা পুলিশ এসএমপি, এপিবিএন, ও অন্যান্য ইউনিটসহ ৫০ জনের অধিক করোনা সংক্রমিত পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছে। এ সকল সদস্যদের জন্য ভিটামিন-সি সমৃদ্ধ বিভিন্ন প্রকার ফলমূল পাঠালেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সিলেট জেলা শাখার সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী মাহফুজা শারমিন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় মাহফুজা শারমিন পুনাকের পক্ষ থেকে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের জন্য এসব ফলমূল পাঠান। এসময় পুনাক সভানেত্রী আক্রান্ত পুলিশ সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, সিলেট জেলার পুনাক শাখা ইতোপূর্বে সামাজিক দায়বদ্ধতা থেকে অনেক কাজ করেছে, সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশের সদস্যরা সবচেয়ে বেশি আক্রান্ত, তাদের মনোবল বাড়াতে পুনাক সিলেট শাখার এটি একটি ক্ষুদ্র প্রয়াস। পুনাক কার্যক্রমের পরিধি বৃদ্ধি করতে আমরা কাজ করব বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি