সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০
শাহ সুহেল আহমদ, ফ্রান্সে থেকে :; করোনায় ফ্রান্সে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে তিনি প্যারিসের একটি হাসপাতালে মারা যান। তিনি প্রায় আড়াই মাস সেখানে চিকিৎসাধীন ছিলেন।
নিহত কবির আহমদ চৌধুরী সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী পীরনগর গ্রামের মরহুম হাবিবুর রহমান চৌধুরীর পুত্র।
হাসপাতাল সূত্র জানায়, আড়াই মাস আগে করোনা ধরা পড়ার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মাঝে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠলেও দুই সপ্তাহ থেকে আবারও তার অসুস্থতা বেড়ে যায়।
ফ্রান্সে বাঙালি কমিউনিটির নেতা মিজান চৌধুরী মিন্টু জানান, কবির আহমদ চৌধুরী গত রাত ১টায় প্যারিসের মন্তসুখি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাত্র ৬ মাস আগে তিনি স্ত্রীসহ ফ্রান্সে আসেন।
উল্লেখ্য করোনায় ফ্রান্সে এ পর্যন্ত ৭ বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
ফ্রান্সে এ পর্যন্ত এক লাখ ৫৮ হাজার ৬৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৬০৩ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যায় দেশটি বিশ্বে ১৫তম অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি