সিলেট ২৭শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯ হাজার ৯৯৬। এসময়ের মধ্যে এ রোগে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
ভারতে এ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে তিন শতাধিক মৃত্যু হয়েছে। দেশটিতে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১০২ জন।
ভারতে টানা নয়দিন ধরে দৈনিক নয় হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। মোট শনাক্ত রোগী ২ লাখ ৮৬ হাজার ৫৭৯ জন, যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। তাদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৪১ হাজার ২৯ জন।
করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত রোগী ৯৪ হাজার ৪১ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি