সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাবের সংখ্যায় চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানকে ছাড়িয়ে গেছে ভারতের মুম্বাই।
শহরটিতে মঙ্গলবার কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়ে গেছে। যা উহানের করোনা শনাক্তের চেয়েও ৭০০ বেশি।
বার্তা সংস্থা এনডিটিভির খবরে এমন তথ্য জানা গেছে। উহানে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৩৩৩ জন। যাদের মধ্যে প্রাণহানি ঘটেছে তিন হাজার ৮৬৯ জনের।
অপরদিকে ভারতের শিল্প ও বিনোদন রাজধানী মুম্বাইয়ে করোনায় এক হাজার ৭৬০ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তের সংখ্যায় সোমবার চীনকে ছাড়িয়ে গেছে মহারাষ্ট্র। ভারতে করোনা বিস্তারের সবচেয়ে বড় হটস্পট হলো এই রাজ্যটি।
আর গত বছরের শেষ দিনে উহান থেকে প্রথম করোনাভাইরাসের বিস্তার ঘটেছিল। এরপর তা মহামারী রূপ নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে।
মহারাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ৯০ হাজার জন ছিল। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব বলছে, চীনে মোট আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ১৯৮ জন।
মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে ৯০ দিন আগে প্রথম নতুন করোনাভাইরাসের রোগীর খোঁজ পাওয়া গিয়েছিল।
তারপর ৬ মে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার হয়ে ২১ মে ২৫ হাজারে দাঁড়ায়, আর পরবর্তী ১৯ দিনের মধ্যে আরও ৬৫ হাজার নতুন রোগী শনাক্ত হয়।
এদের মধ্যে ২২ হাজার ৯৪২ জন রোগ মুক্ত হয়েছেন।
বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে শনাক্ত হওয়া মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৭৬ হাজার জন, এদের মধ্যে ৯ হাজার ৯৮৫ জন গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন।
মহামারীতে দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৪৫ জনের, তাদের মধ্যে ৫৮ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি