সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: পাকিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ হাজার ৪৭২ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। যা দেশটিতে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রের্কড। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে অন্তত ৮৮ জন।
শনিবার দেশটির স্বাস্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
আর্ন্তজাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্য বলছে, দেশটিতে গত একদিনে নতুন করে আরও ৬ হাজার ৪৭২ জন নভেল করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪০৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮৮ জন। এ পর্যন্ত মারা গেছে ২ হাজার ৫৫১জন। সুস্থ হয়েছেন ৫০ হাজার ৫৬ জন। হাসপাতালে ও হোম কেয়ারে চিকিৎসাধীন ৭৯ হাজার ৭৯৮ জন। এদের মধ্যে ১১১ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ পর্যন্ত মোট আক্রান্তের শীর্ষ অবস্থানে রয়েছে পাঞ্জাব প্রদেশ। সেখানে ৫০ হাজার ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। সিন্ধ প্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ২৫৬ জন। খাইবার পাখতুন প্রদেশে ১৬ হাজার ৪১৫ জন, বেলুচিস্তানে ৭ হাজার ৮৬৬ জন, রাজধানী ইসলামাবাদে ৭ হাজার ১৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া গিলগিট-বালতিস্তানে ১ হাজার ৪৪ জন এবং আজাদ কাশ্মীরে ৫৭৪ জন আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি