সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩
হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের মাধবপুর পৌর শহরের ৩নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকা থেকে জুয়েল মিয়া (২৬) নামে এক রিক্সা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি গাছে জুয়েলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে প্রেরণ করে। জুয়েল মিয়া কলেজপাড়া এলাকার আইয়ুব আলীর পুত্র।
এদিকে, মরদেহ উদ্ধারের পর জুয়েল আত্মহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
মৃত জুয়েলের বড় ভাই সোহেল মিয়া জানান, তার ভাইয়ের আত্মহত্যা করার মতো কোন কারণ নেই। তাকে কেউ হয়তো হত্যা করেছে। তিনি বলেন, পুলিশ সঠিক ভাবে তদন্ত করলেই প্রকৃত কারণ বেরিয়ে আসবে।
মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ওই যুবকের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। এছাড়াও বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) নির্মেলন্দু চক্রবর্তীসহ একদল পুলিশ।
এসঃ এমঃ শিবা
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি