সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ পূর্বাহ্ণ, জুন ৯, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলায় নতুন করে করোনায় ডাক্তার, পুলিশ, সরকারী কর্মকর্তা সহ রেকর্ড ৩৪ জন করেনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩১ মে ও ১ জুনের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহের মধ্যে ৩৪ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এরমধ্যে ৩ জনের পুণরায় করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। ৩১ মে ও ১ জুন স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৬ জনের নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে পাঠানো হয়।
২ জুন থেকে ৭ জুন পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহকারীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি হাসপাতাল সূত্রে জানা গেছে। ৩১মে ও ১ জুন যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কানাইঘাট থানা পুলিশের এস.আই স্বপন চন্দ্র সরকার (৩৬), এসআই সবুজ কুমার নাইডু (৩৯), তার স্ত্রী শান্তি দে (২৭), তাদের শিশু পুত্র সৌরভ (০৫), সুদীপ্ত (১১), থানার কনস্টেবল ইয়াছের (৩০), খলিলুর রহমান (২৬), নিত্যানন্দ পাল (২৬), রাজিব ভৌমিক (২৫), কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ (৩৫), উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী (৩২), ব্যাংক কর্মকর্তা বাবরুল হোসাইন (৩৪), ফয়ছল আহমদ (২৭), রাজপুর গ্রামে শাহিন উদ্দিন (২৫), ধনপুর গ্রামের ফখরুল ইসলাম (৩৪), বীরদল বাজারের আতাউর রহমান (৩৭), ডালাইচরের আফসার রনি (২২), মার্জিনা আক্তার (৩৭), জাকারিয়া (৩১), নয়াতালুকের বেলাল (২৪), মিজানুর রহমান (২৪), লখাইরগ্রামের ইমাম উদ্দিন (৩০), কৃষ্ণপুরের আতাউর রহমান (৫০), পল্লীবিদ্যুৎ অফিসের শামিম মিয়া (২৩), রূপালী ব্যাংকের কর্মকর্তা রেদোয়ানুল আজিজ (৪০), ঝিঙ্গাবাড়ীর আব্দুস সালাম (৫০), মহেষপুরের নাহিদ (১৪), নাসরিন বেগম (৩০), হানুফা বেগম (৫৫), দুর্লভপুরের মামুন রহমান (২৩), কানাইঘাট মিলন মিয়া (২৩), পুণরায় যাদের করোনা পজেটিভ এসেছে তারা হলেন, উপজেলা পরিষদের সিএ বিপ্লব কান্তি দাস অপু (৩১), সাগর চৌধুরী (২৩) রায়গড়, হারুন রশিদ (৩০) রায়গড়।
এদিকে ৩১ মে ও ১ জুনের রিপোর্টে নতুন করে ৩১ জন করোনায় আক্রান্ত হয়ে কানাইঘাটে একধরনের আতংক বিরাজ করছে। ২ জুন থেকে ৮ জুন পর্যন্ত করোনার রিপোর্ট আসার পর কানাইঘাটে করোনা ভয়াবহ আকার ধারন করতে পারে বলে অনেক সচেতন মহল মনে করেন। সর্বস্তরের মানুষ কানাইঘাট উপজেলাকে দ্রুত লকডাউন ঘোষণার দাবী জানিয়েছেন। এ নিয়ে কানাইঘাটে ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ৩ জন সুস্থ এবং ২জনের মৃত্যু হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি