সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০
অনলাইন ডেস্ক :: কানাইঘাটে ৫ মাসের গর্ভবতী নারীকে আঘাত করে তার গর্ভের নবজাতক সন্তান হত্যার ঘটনায় এজহার নামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ডাউকেরগুল বাখালছড়া গ্রামের মৃত ফয়েজ আহমদের ছেলে রিমন আহমদ (২৪)।
পরে বৃহস্পতিবার (১৮ জুন) গ্রেফতার আদালতে সোপর্দ করলে সে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান কানাইঘাটে গর্ভবতী নারীকে আঘাত করে তার নবজাতক হত্যার ঘটনায় মূল আসামীকে গ্রেফতার করা হয়েছে। সে আদালতে স্বীকারাক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে বিচারের জন্য আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
এরআগে একই গ্রামের নাজিম উদ্দিনের ৬ মাসের অন্তঃস্বত্বা স্ত্রীকে আসামী রিমন আঘাত করে। পরে অন্তঃস্বত্বা ভিকটিম মৃত নবজাতক (ছেলে) সন্তান প্রসব করেন। এঘটনায় রিমনকে আসামী আসামী করে মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি