সিলেট ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২০
কানাইঘাট প্রতিনিধি :: যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটেবল সংস্থা মুসলিম ওয়েলফেয়ার ইন্সটিটিউট ইউকে’র ইনকাম সাপোর্ট প্রোগ্রামের অর্থায়নে ও ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের উদ্যোগে কানাইঘাট উপজেলার ৮টি দরিদ্র পরিবারের মধ্যে রিক্সা ভ্যান প্রদান করা হয়েছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকিরের সার্বিক তত্ত্বাবধানে শনিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ৮টি কর্মজীবি পরিবারে জীবিকা নির্বাহের জন্য তাদের হাতে রিক্সা ভ্যান তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান।
এ সময় উপস্থিত ছিলেন, ৫নং বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, ৩নং দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দারুল উলূম মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. আসআদ আহমদ, ব্যবসায়ী আফতাব উদ্দিন, শামীম আহমদ বকুল সহ স্থানীয় সংবাদকর্মীরা।
রিক্সা ভ্যান বিতরণকালে নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বলেন, যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন চ্যারিটেবল সংস্থা বাংলাদেশের শ্রমজীবি মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। তারমধ্যে মুসলিম ওয়েলফেয়ার ইন্সটিটিউট ইউকে ইসলাহুল মুসলিমীন পরিষদের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসঊদ এর মাধ্যমে বিভিন্ন সময়ে কানাইঘাটের অসহায়দের অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি কর্মজীবি অনেক পরিবারের মধ্যে ৪র্থ বারের মতো রিক্সা ভ্যান প্রদান করায় তিনি সংস্থার নেতৃবৃন্দের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইসলাহুল মুসলিমীন পরিষদের জেনারেল কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির বলেন, মুসলিম ওয়েলফেয়ার ইন্সটিটিউট ইউকে ইসলাহুল মুসলিমীন পরিষদের মাধ্যমে দেশের বিভিন্ন দুর্যোগময় মুহুর্তে অসহায়দের পাশে দাঁড়ানোর পাশাপাশি শত শত দরিদ্র পরিবারকে তাদের জীবিকার পথ সুগম করার জন্য রিক্সা ভ্যান প্রদান করে আসছেন। ভবিষ্যতেও এ সংস্থাটি কানাইঘাটে মানুষের পাশে সব-সময় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রিক্সা ভ্যান পেয়ে দরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি আব্দুল মালিক ও আঙ্গুর মিয়া আবেগ আপ্লুত কন্ঠে বলেন, আমাদের কোনদের সামর্থ নেই এ ধরনের একটি রিক্সা ভ্যান কিনব। আজকে সম্পূর্ণ বিনা মূল্যে রিক্সা ভ্যান পাওয়ার মাধ্যমে তা চালিয়ে আমাদের পরিবারের আয় রোজগারের মাধ্যমে অনেকটা সচ্চলতা ফিরে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি