সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ
জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাটে র্যালী পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা শ্রমিকলীগের উদ্দ্যেগে কানাইঘাট থানা গেইটের সামনে থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা গেইট পদক্ষিণ করে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় উপজেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্থাপকঅর্পণ করেন। পরে শহীদ মিনার মাঠে উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবানের পরিচালনায় এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি’র সভাপতি জহিরুল ইসলাম, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বড়চতুল ইউপি’র সভাপতি আব্দুল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর ইউপি’র সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নাঈম, রাজাগঞ্জ ইউপি’র সভাপতি ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আবুল কাশিম প্রমূখ। এ সময় নেতৃবৃন্দ জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্টা বার্ষিকীর নানা দিক তুলে ধরে বলেন বর্তমান সময়ে বাংলাদেশে যারা মা বোনের ইজ্জত নিয়ে ধর্ষণের খেলায় মেতে উঠেছে তারা কোন দলের হতে পারে না তারা ধর্ষক। তাদের তাদের কঠোর বিচার হতে হবে। উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জীবান বলেন একটি পক্ষ এসব ধর্ষণের দায় ছাত্রলীগ, শ্রমিকলীগ ও যুবলীগের ঘাড়ে চাপিয়ে দিতে চায়। তিনি এদের প্রশ্ন রেখে বলেন আপনারা দেখবেন এরা কারা? তারা হয় বিএনপি থেকে না হয় জামাত শিবির থেকে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি