সিলেট ২১শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১
নিজস্ব প্রতিবেদক:: কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদের গেজেট ও শপথ প্রহণের বিরুদ্ধে রীট আবেদনটি ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী লুৎফুর রহমানের আবেদনের প্রেক্ষিতে আগের আদেশটি স্থগিত করে রবিবার এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ। পাশাপাশি তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
এর আগে, কানাইঘাট পৌরসভা নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এনে মেয়র পদের ফলাফল গেজেট ও শপথ গ্রহন স্থগিত চেয়ে মহামান্য হাইকোর্টে বেঞ্চে মেয়র প্রার্থী সোহেল আমিন রীট মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে মেয়র পদের গেজেট ও শপথ স্থগিদের আদেশ দেন উচ্চ আদালত।
এ আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট ডিভিশনের আপীল বিভাগের চেম্বার জজ আদালতে রীট পিটিশন দায়ের করেন মেয়র পদে বিজয়ী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী লুৎফুর রহমান।আজ রবিবার শুনানী শেষে পূর্বের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন চেম্বার জজ আদালতের মহামান্য বিচারক।
এ আদেশের প্রেক্ষিতে মেয়র পদের গেজেট ও শপথ গ্রহনে আর কোন বাঁধা রইলো না ।
এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী লুৎফুর রহমান বিজয়ী হন।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি