সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট সদর ইউনিয়নে ২০১৭-২০১৮ অর্থ বছরে এলজিএসপি ও এডিপি কয়েকটি প্রজেক্টের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এলজিএসপির উপ-পরিচালক সহ কয়েকজন কর্মকর্তা সরেজমিনে প্রজেক্টের কাজের এলাকা পরিদর্শন করেছেন। সম্প্রতি সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন রশিদ কর্তৃক এলজিএসপি ও এডিপি অর্থায়নে কয়েকটি রাস্তা, কালভার্ট, পাইপ রিং প্রজেক্টের কাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত দরখাস্ত করেন ইউনিয়নের ভাটিদিহি গ্রামের মৃত তফজ্জুল আলীর পুত্র নুর উদ্দিন, ছোটদেশ গ্রামের তাহির আলীর পুত্র জালাল উদ্দিন সহ আরো কয়েকজন। এসব অভিযোগের প্রেক্ষিতে গত ৮ অক্টোবর এলজিএসপির উপ-পরিচালক সহ স্থানীয় সরকার অধিদপ্তর সিলেটের আরো ২জন কর্মকর্তা সরেজমিনে কানাইঘাট সদর ইউনিয়নে আসেন।
কর্মকর্তারা এলজিএসপি ও এডিপির অর্থায়নে ৬টি প্রকল্প কাজের এলাকা পরিদর্শন করেন। অনিয়ম দুর্নীতির প্রমাণ সহ কাজ না করে ২/১টি প্রজেক্টের কাজের কোন অস্তিত্ব পাননি বলে অভিযোগকারীরা সহ আরো অনেকে জানিয়েছেন। চেয়ারম্যান মামুন রশিদের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগকারীরা জানান, এলজিএসপি ও এডিপির কয়েকটি প্রজেক্টের নি¤œমানের কাজ করে এবং কোন কোন প্রজেক্টের কাজ না করে প্রজেক্টের বিল তোলেছেন তিনি। যার কারনে তারা সরকারের বিভিন্ন দপ্তরে প্রজেক্টের কাজের এলাকাগুলো পরিদর্শন করে বিহীত ব্যবস্থা গ্রহনের জন্য এসব অভিযোগ দায়ের করেন।
তবে ইউপি চেয়ারম্যান মামুন রশিদ জানান, এলজিএসপি ও এডিপির কোন প্রজেক্টের টাকা তছরুফ করেননি সে ধরনের প্রমাণ কেউ দিতে পারবে না। তার বিরুদ্ধে কয়েক মাস থেকে ষড়যন্ত্র চলছে। দীর্ঘদিন অসুস্থ থাকার কারনে অনেক প্রজেক্টের কাজ যথাসময়ে তিনি সম্পন্ন করতে পারেননি। এলজিএসপি’র কাজের সরকারি নিয়ম-কানুন রয়েছে। ডিডিএলজি’র কর্মকর্তাদের নির্দেশনায় করোনাকালীন সময়ে ৩টি কালভার্ট সহ ১৪টি প্রজেক্ট সম্প্রতি সম্পন্ন করা হয়েছে। তার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। এলজিএসপির প্রজেক্টের সকল টাকা ব্যাংকে রক্ষিত রয়েছে। কিন্তু প্রজেক্টের কাজের এলাকা পরিদর্শনকালে কর্মকর্তাদের নানা ভাবে ভুল বুঝানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি