সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০
অনলাইন ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সদ্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের মাগফিরাত কামনায় সিলেটে মহানগর আওয়ামী লীগের উদ্যাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৩ দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে ১৭ জুন বাদ আসর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অধ্যাপক জাকির হোসেনে বাসায় সামাজিক দুরত্ব বজায় রেখে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাউর, বিজিত চৌধুরী, এটিএম হাান জেবুল, আব্দুর রহমান জামিল, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মো. জাহিদ খান জাহেদ, মো: হুরায়রা ইফতার হোসেন, এড. জুনেল আহমদ, মাকসুদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবকলীগ এর সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদী সহ নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে সাবেক মেয়র কামরান ছাড়াও সাবেক স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আব্দুলাহর বিদেহী আত্মার শান্তি কামনা এবং করোনায় আক্রান্ত দেশের ও বিশ্বের সবার আরোগ্য কামনা করা হয়।
দোয়া পরিচালানা করেন হাফিজ মৌলানা আবিদ হাসান রাহমানী।
এছাড়ার মহানগরীর প্রায় ১৬০টিরও বেশী মসজিদে মিলাদ ও দোয়া এবং ২৫ টিরও অধিক মন্দির, আখড়ায় বিশেষ প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি