সিলেট ২১শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: জম্মু-কাশ্মীরের আকাশে ওড়া পাকিস্তানের একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ভারত।
পাক ড্রোনটিকে কাঠুয়ার কাছে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে নামায় বলে পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
খবরে বলা হয়, ড্রোনটি থেকে একটি মার্কিন এম-৪ রাইফেল, দুটি ম্যাগাজিন ও প্রচুর গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উপত্যকার ‘সন্ত্রাসীদের’ অস্ত্র সরবরাহ করতেই পাক ড্রোনটি পাঠানো হয়েছিল। যার কাছে ওই অস্ত্র পাঠানো হয়েছিল, তার নামও জানা গেছে।
পুলিশের এক কর্মকর্তার দাবি, পাক ড্রোনের পে-লোডেই আলি ভাই নামের যার নাম লেখা ছিল সে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের সদস্য।
তিনি আরও জানান, ড্রোনটি চওড়ায় ৮ ফুটের। কাঠুয়া সেক্টরের পানেসরে বিএসএফ-এর চৌকির ঠিক উল্টো দিকে থাকা একটি পাকিস্তানি পকেট থেকে ড্রোনটি ছোড়া হয়েছিল আর তাকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে।
শনিবার ভোর ৫টা নাগাদ যখন এলাকায় টহল দিচ্ছিলেন বিএসএফ সদস্যরা, আকাশে ওড়া পাক ড্রোনটি তখনই তাদের চোখে পড়ে। সেটি ভারতীয় এলাকার ২৫০ মিটার ভেতরে ঢুকে পড়েছিল বলে পুলিশ সূত্রের খবর। সঙ্গে সঙ্গে ড্রোনটি লক্ষ্য করে ৯ রাউন্ড গুলি চালান বিএসএফ সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি