সিলেট ৭ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২
অনলাইন ডেস্ক :: কাজী আসাদ উল্লাহকে সভাপতি ও মাহবুবুর রহমান মিঠুকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা সোসাইটি অব নর্থ আমেরিকার ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রবিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে সংগঠনের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং বিশেষ উপদেষ্টা অধ্যাপক মনির হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় সংগঠনের সাধারণ সভা।
উপদেষ্টা এবং সাধারণ সদস্যদের উপস্থিতিতে কাজী আসিফ দৌলার কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা সরকার ইসলাম বিগত ২১ বছরের কার্যক্রম তুলে ধরেন। বৈশ্বিক মহামারী কভিড-১৯ এর আক্রমণে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মুজিব-উর রহমানের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ মো. আতিকুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা জহিরুল ইসলাম, ভিপি জসীমউদ্দীন, মাহবুবুর রহমান মিঠু, কাজী আসাদুল্লাহ, নাদিরুজ্জামান সরকার প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে কমিটি ঘোষণা করা হয়।নতুন করে অ্যাডভোকেট মজিবুর রহমান এবং মমিনুল হককে উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, মফিজুল ইসলাম রুমি, মান্নান দেলোয়ার, সৈয়দ শরীফ, আব্দুল্লাহ আল মামুন, সালমান খান জালাল, আকবর হোসেন, আব্দুস সালাম, শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, মো. রুবেল, সেলিম মিয়া, সায়েদ আহমেদ ইমরান, ইয়াসমিন আক্তার ইভা, রায়হান সরকার, ফেরদৌস খান, দেলোয়ার মজুমদার, ইঞ্জিনিয়ার রাশেদুল হক, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, আবু নাসের, আবদুল খালেক প্রমুখ।
এদিকে, নতুন সভাপতি কাজী আসাদুল্লাহ এবং সেক্রেটারি মাহবুবুর রহমান মিঠু সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন সংগঠনকে গতিশীল রাখতে।
সূত্র : বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি