সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
নিজস্ব প্রতিবেদক:: সোমবার সন্ধ্যা ৬টা। সিলেট নগরীর স্টেডিয়াম মার্কেটের বাবুল ড্রাগ হাউজের সামনে রিক্সার মধ্যে এক ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে যান। করোনা সন্দেহে কেউ এগিয়ে আসেনি। ওই সময় এ রাস্তা দিয়ে যাচ্ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। লোকজনের ভীড় দেখে তিনি এগিয়ে যান। অজ্ঞান অবস্থায় দেখে তাৎক্ষণিক সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার নীরিক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
তখন নিহত ব্যক্তির পকেট থেকে একটি আইডি কার্ড পাওয়া যায়। নিহতের নাম অরুন কুমার দে। তিনি পার্কভিউ মেডিকেল কলেজের টেকনিশিয়ান পদে কাজ করছেন। পরে তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে তারা লাশ সমজে নেন। নিহত অরুন নগরীর ৩৪১/১ উত্তর বাগবাড়ির বাসিন্দা।
এসময় মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অজ্ঞান অবস্থায় দেখে অরুণকে তাৎক্ষণিক ওসমানী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আরেকটু আগে মেডিকেলে আনলে হয়তো তাকে বাঁচানো যেত।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসরা ধারণা করছেন- অরুণ হার্ট অ্যাটাক হয়েছে। এ কারনেই তিনি মারা গেছেন।
একজন মুমূর্ষ রোগীকে সাহায্য করলেন সিসিক মেয়রর আরিফ।
একজন মুমূর্ষ রোগীকে সাহায্য করলেন সিসিক মেয়রর আরিফ।
Posted by Syl News BD on Monday, 22 June 2020
অবশেষে মারা গেলেন সিসিক মেয়রের সাহায্য করা সেই ব্যক্তিটি। নাম অরুন কুমার। তিনি পার্কভিউ মেডিকেলে চাকরিরত ছিলেন।
Posted by Syl News BD on Monday, 22 June 2020
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি