সিলেট ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
অনলাইন ডেস্ক : কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
মারা যাওয়া ব্যক্তির নাম শেখ ফরিদ উদ্দিন (৩৭)। তিনি কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক পদে ছিলেন। করোনায় সংক্রমিত হয়ে এই প্রথম কোনো কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা মারা গেলেন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে কর্মরত ছিলেন শেখ ফরিদ উদ্দিন। উপসর্গ দেখা দিলে ১২ জুন তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে প্লাজমাও দেয়া হয়। এর পরও তাকে বাঁচানো যায়নি।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সোয়াদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের কর্মকর্তাদের করোনা চিকিৎসার জন্য আনোয়ার খান মডার্ন হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছে। শেখ ফরিদকে কেন হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হলো বিষয়টি বুঝতে পারছি না।
করোনায় এর আগে বিভিন্ন ব্যাংকের ২০ জনের বেশি মারা গেছেন। সংক্রমিত হয়েছেন প্রায় এক হাজার ব্যাংক কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি