সিলেট ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, মে ২১, ২০২২
ক্যারিবীয় তারকাকে নিয়ে গাভাস্কারের মন্তব্যে সমালোচনার ঝড়
স্পোর্টস ডেস্ক :: শুক্রবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পাঁচ উইকেটে জিতে গিয়েছে রাজস্থান।
তবে জয়-পরাজয়কে পেছনে ফেলে আলোচনায় সে ম্যাচের ধারাভাষ্যকার সুনীল গাভাস্কার।
রাজস্থানের ক্যারিবীয় তারকা শিমরন হেটমায়ারকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন গাভাস্কার। আর তাতে চটেছেন ভারতীয়রা। সমালোচনার ঝড়ে পড়েছেন গাভাস্কার।
তার সেই মন্তব্যকে কুরুচিপূর্ণ বলে মনে হয়েছে অনেক ক্রিকেটপ্রেমীদের কাছে।
অনেকে মতে, ভারতের সাবেক অধিনায়ক হয়ে ক্যারিবীয় ব্যাটারকে নিয়ে এমন মন্তব্য শোভা পায় না।
হেটমায়ার সদ্য বাবা হয়েছেন। সেজন্য দিনকয়েক ছুটি নিয়েছিলেন। তারপর আবার আইপিএলে রাজস্থান রয়্যালসের শিবিরে যোগ দেন।
শুক্রবার হেটমায়ার যখন ক্রিজে নামেন, তখন বেশ চাপে ছিল তার দল রাজস্থান। হেটমায়ার সেই চাপ সামলাতে ব্যর্থ হন। সাত বলে ছয় রান করেই সাজঘরে ফেরেন।
ওই সময় হেটমায়ারের স্ত্রীকে জড়িয়ে গাভাস্কার মন্তব্য করেন, ‘ওর বউ (বাচ্চা) ডেলিভার করেছে। শিমরন হেটমায়ার কি এবার রাজস্থান রয়্যালসের হয়ে ডেলিভার করতে পারবে?’
গাভাস্কারের এই রসিকতাপূর্ণ মন্তব্য পছন্দ হয়নি ভারতীয় নেটিজেনদের একাংশের।
নেটিজেনরা গাভাস্কারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাকে অবিলম্বে আইপিএলের ধারাভাষ্য বক্স থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলেছেন কেউ কেউ।
একজন টুইট করেছেন, বিশ্বের সেরা লিগে এরকম শব্দ ব্যবহার করছেন ধারাভাষ্যকার? জঘন্য।
Sunil Gavaskar is so embarrassing!!!
I don’t want to listen to the “he’s one of the greats of the game, respect him” I am not talking about his cricket, I am talking about his very very embarrassing comments. He needs to know where the line.
— Aani ? (@wigglyywhoops) May 20, 2022
একইসুরে অপর একজন বলেন, অবিলম্বে নিষিদ্ধ করে দেওয়া উচিত তাকে।
অনেকে আবার গাভাস্কারের পক্ষ নিয়েছেন। তাদের মতে ভারতীয় লেজেন্ড নেহাতই হালকা মেজাজে সেই ‘মন্তব্য’ করেছেন। এ অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
যুগান্তর
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি