সিলেট ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, মে ২১, ২০২২
অনলাইন ডেস্ক :: আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক শিখর ধাওয়ান। মৌসুমের পর মৌসুম ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন তিনি। তবে ভারতের ওয়ান ডে স্কোয়াডের সদস্য হলেও হালে কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটে তেমন সুযোগ পাননি ধাওয়ান। আইপিএলে ভালো করার সুবাদে আরও একবার টি-টোয়েন্টিতে কামব্যাকের স্বপ্ন দেখছেন শিখর।
গত বছর আইপিএলে ভাল পারফর্ম করেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা পাননি শিখর ধাওয়ান। এ বছর আইপিএলে ইতোমধ্যেই ৩৮.২৭ গড়ে ৪২১ রান করে ফেলেছেন তিনি। গত বছর বিশ্বকাপে জায়গা না পেলেও হাল ছাড়তে নারাজ তিনি।
নির্বাচকদের সিদ্ধান্ত মেনে নিয়েই শিখর স্পষ্ট জানিয়ে দিলেন তিনি আরও অন্তত তিন বছর খেলবেন। তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপে ওরা (নির্বাচকরা) ভেবেছিলেন বাকিরা আমার থেকে বেশি ভাল এবং সেটা নিয়ে সমস্যাও নেই কোনও। নির্বাচকরা যাই সিদ্ধান্ত নিক না কেন, আমি সেটাকে সম্মান করি। সব কিছু মেনে নিয়েই পারফর্ম করে যেতে হবে। আমার হাতে যা আছে সেটাই আমি নিয়ন্ত্রণ করতে পারি, পারফর্ম করতে পারি। আমি অন্তত আরও তিন বছর খেলব। গত কয়েক বছর ধরে ভালই পারফর্ম করছি এবং আমি আশাবাদী যে আমার পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যতে আরও মাইলফলক স্পর্শ করব।”
আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দল বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে শিখর ধাওয়ান আরও একবার টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের জার্সি গায়ে সুযোগ পাবেন, এমনটা আশা করা যেতেই পারে। টি-টোয়েন্টিতেও তিনি ভারতের জার্সিতে নিজের অবদান রাখতে পারবেন বলে আত্মবিশ্বাসী শিখর।
“আমি (ওয়ান ডে) দলের সদস্য হলেও আমার মতে অভিজ্ঞতার মাধ্যমে টি-টোয়েন্টি ফরম্যাটেও আমি নিজের অবদান রাখতে পারব। আমি টি-টোয়েন্টিতে তো ভালই খেলছি। আমায় যা ভূমিকা দেওয়া হয়েছে আমি তা সফলভাবে পালন করেছি। যে ফরম্যাটেই খেলি না কেন, তা আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট, আমি ধারাবাহিকতা বজায় রেখেছি এবং সবটা উপভোগও করেছি,” বলেন শিখর।
সূত্র : বিডি প্রতিদিন
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি