সিলেট ৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মে ২৭, ২০২২
সিলনিউজ বিডি ডেস্ক :: এখন প্রচুর টাকা-পয়সার মালিক হলেও নিজের অতীতটা মোটেও ভুলে যাননি সাম্প্রতিক আলোচিত শিল্পী হিরো আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে এখন সারাদেশে তিনি তুমুল জনপ্রিয়। সুবাদে ফেসবুক-ইউটিউব থেকে আয় রোজগার তার বেশ ভালোই।
তবে পা তার মাটিতেই আছে। সবসময় নিজের অতীতটাকে স্মরণ রাখেন। আর তাই তিনি এই বন্যায় ছুটে এসেছেন সিলেটে। বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন হিরো আলম।
আজ শুক্রবার তিনি গোয়াইনঘাটের বানবাসী এক হাজার পরিবারের হাতে চাল আলুসহ অন্যান্য খাদ্য সহায়তা দিয়েছেন।
এরপর সিলেটের একটি ফেসবুক চ্যানেলের সাথে আলাপকালে জানালেন, একবেলা না খেয়ে থাকার কষ্টটা তিনি জানেন। আর তাই মানুষের পাশ ছুটে এসেছেন।
হিরো আলমের এমন বক্তব্য বেশ প্রশংসা কুড়িয়েছে। মহান মানুষেরা নিজের অতীতকে ভুলে যান না। বরং তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যান। হিরো আলমের মধ্যে সেই গুণাবলীর উপস্থিতি দেখে সিলেটের তার ভক্ত অনুরাগী এবং সাধারণ মানাুষ ব্যাপক প্রশংসা করছেন।
তাছাড়া তিনি ওই চ্যানেলের সাথে আলাপকালে বানবাসীদের দুর্দশায় নিজেও ব্যথিত বলে উল্লে করেন। বলেন, তাদের অবস্থা খুব খারাপ।
চ্যানেলটিতে মন্তব্য করতে গিয়ে অনেকেই তাকে প্রশংসা ভাসিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে সড়কপথে সিলেট এসে পৌঁছান এ সামাজিক মাধ্যম তারকা। তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন এবং বানবাসীদের পাশে দাঁড়াতে সিলেট এসেছেন বলে সবাইকে জানিয়ে দেন।
আজ শুক্রবার তিনি গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের বানবাসী একহাজার পরিবারের হাতে খাদ্যসহায়তা তুলে দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি