সিলেট ১৩ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২০
অনলাইন ডেস্ক :; সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই নিতাই লাল রায় এর নেতৃত্বে রোববার (২১ জুন) রাত দশটার সময় গোয়াইনঘাট থানাধীন শান্তিনগর এলাকার ফক্কু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আক্কুল মিয়া ওরপে ফক্কু মিয়া (৬০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে গোয়াইনঘাট থানাধীন শান্তিনগর সাকিনের মৃত অধু গাজীর ছেলে।
এসময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাজা উদ্ধার করে করা হয়। এই ঘটনায় এসআই নিতাই লাল রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় উল্লেখিত গাজা সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : এড. আফছর আহমদ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি