সিলেট ৭ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে অভিনব কায়দায় দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির ঠাকুরবাড়ি সংলগ্ন পাচু লাল দেব এর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ঠাকুরবাড়ি পুকুরপাড়ের পাপ্পু মিষ্টি ঘর এর স্বত্ত্বাধীকারী।
জানা যায়, সকলের অজান্তে কেউ একজন ঘরের মধ্যে লুকিয়ে থাকে। পরে রাত আড়াইটার দিকে ঘরের দরজা খুলে তার সহযোগী ডাকাতদের ঘরে প্রবেশ করায়। এসময় অন্য আরও একটি রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে এবং বাড়ির সবাইকে জিম্মি করে সংঘবদদ্ধ ডাকাতদল। পরে ঘরের আলমিরা, ওয়াড্রব ভেঙ্গে মালামাল তছনছ করে মোবাইল, ৫ভরি স্বর্ণালংকার ও নগদ ১লক্ষ টাকাসহ ৩লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ ও গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (সাময়িক দায়িত্ব) আবুল কাশেম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (সাময়িক দায়িত্ব) আবুল কাশেম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি